চট্টলা ডেস্কঃ রাঙামাটির সদর উপজেলার কুতুবছড়ি এলাকায় বেইলি ব্রিজ ভেঙে পাথরবোঝাই একটি ট্রাক চেঙ্গী নদীতে পড়ে চালকসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে।নিহতদের পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কুতুবছড়ি এলাকায় বেইলি ব্রিজ দিয়ে চেঙ্গী নদী পাড় হচ্ছিল পাথরবোঝাই একটি ট্রাক।
এ সময় ব্রিজটি ভেঙে ট্রাক নদীতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালকসহ তিনজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে। রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ তিনটি রাঙামাটি সদর হাসপতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিদের পরিচয় জানার চেষ্টা চলছে।