নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের মা ফাতেমা জোহরা বেগম (৯০) মারা গেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
সোমবার সকাল সাড়ে ৯ টায় তিনি নগরের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এরআগে বার্ধক্যজনিত কারণে গত সপ্তাহে তাকে ম্যাক্স হাসপাতালে ভর্তি করানো হয়। সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মায়ের জানাজা বাদ আছর জমিয়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। পরে কদম মোবারক মসজিদ প্রাঙ্গনে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।