চট্টলা ডেস্ক:
হেফাজতে ইসলামের নেতা মুফতি রিজওয়ান রফিকীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর মুগদা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাজধানীতে হেফাজতের তাণ্ডবের ঘটনায় গ্রেফতার নেতাদের উষ্কানি দেওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, শুক্রবার দিবাগত রাতে রাজধানীর মুগদা এলাকা থেকে ডিবি পুলিশের মতিঝিল বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার জানান, মতিঝিল, পল্টন ও বাইতুল মোকারররম এলাকায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় যেসব নেতা গ্রেফতার হয়েছে তাদেরকে উস্কানিমূলক কথা বলে প্রভাবিত করতো হেফাজতের এ নেতা। এ কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে কিনা সে সম্পর্কে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।