রাজনৈতিক ডেস্ক:
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিভিন্ন দেশের লবিস্ট ফার্মের সঙ্গে বিএনপির চুক্তির তথ্য-প্রমাণ সরকারের হাতে এসেছে। সেখানে তাদের নেতাদের সই আছে। বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাতে বিএনপির লবিস্ট নিয়োগের বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করে মির্জা ফখরুল যা বলেছেন, তা সত্য নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশের সাহায্য বন্ধ করার জন্য তারা যে বিভিন্ন দেশে চিঠি দিয়েছে, সেসব প্রমাণও এখন সরকারের কাছে রয়েছে।
হাছান মাহমুদ বলেন, বিষয়টি নিয়ে বিএনপি এখন মিথ্যাচার করছে। তারা যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এগুলো তারই প্রমাণ।
তারপরও এসব অস্বীকার করে আত্মরক্ষার চেষ্টা করে তারা। এসবের পর তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার থাকার কথা নয়।বিএনপিকে দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়ে