রাজনীতি ডেস্ক :
চট্টগ্রাম আওয়ামী যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ছাড়া অন্যান্য পদের জন্যও জীবন বৃত্তান্ত আহ্বান করেছে কেন্দ্রীয় যুবলীগ।
মঙ্গলবার (১০ মে) যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ এক বিজ্ঞপ্তিতে এ জীবন বৃত্তান্ত আহ্বান করেছেন।
মূলত: সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করতে চট্টগ্রাম দক্ষিণ জেলা, চট্টগ্রাম উত্তর জেলা ও চট্টগ্রাম মহানগরের জন্য এ জীবন বৃত্তান্ত আহ্বান করা হয়েছে বলে এ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা, চট্টগ্রাম উত্তর জেলা ও চট্টগ্রাম মহানগর শাখা কমিটি গঠনের নিমিত্তে, সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করতে এই তিন জেলায় সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া অন্যান্য পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত জমা দিতে হবে।
আগামী ১৪ মে থেকে ১৬ মে এর মধ্যে প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৩ বঙ্গবন্ধু এভিনিউ যুবলীগের প্রধান কার্যালয় দপ্তর শাখায় জমা দিতে হবে। জীবন বৃত্তান্তের সাথে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও সর্বশেষ শিক্ষাসনদের ফটোকপি জমা দিতে হবে বলে বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়।