আগামীকাল বুধবার এইচএসসি পরীক্ষার ফলাফল যেভাবে জানবেন!

শিক্ষাঙ্গন ডেস্ক:

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হবে আগামীকাল বুধবার (৮ ফেব্রুয়ারি)।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিন সকাল সাড়ে ১১টা থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল দেখা যাবে। ফলাফল দেখতে ক্লিক করতে হবে— www.bisc-ctg.gov.bd

শিক্ষাবোর্ড জানায়, ফলাফল প্রকাশের পর ৯ ফেব্রুয়ারি থেকে পরীক্ষার্থীরা উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবে। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে।

করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় গত ৬ নভেম্বর সারা দেশে শুরু হয়েছিল এইচএসসি ও সমমানের পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখেরও বেশি।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষায় ১১১টি কেন্দ্রে ২৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৯৩ হাজার ৮৮৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৪৫ হাজার ৩৩৯ জন এবং ছাত্রী ৪৮ হাজার ৫৪৩ জন। এবার আগের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৭ হাজার ২১৩ জন। ২০২১ সালে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ১০২ জন।

গত বছর এইচএসসিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৮৯ দশমিক ৩৯ শতাংশ। সেবার জিপিএ-৫ পেয়েছিল ১৩ হাজার ৭২০ জন।