হাটহাজারী প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘বঙ্গবন্ধু ও নজরুল’ শীর্ষক সেমিনারে নজরুল গবেষণা কেন্দ্র আয়োজিত এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় চবির সিনেট কক্ষে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মহীবুল আজিজের সভাপতিত্বে প্রধান অতিথির ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা এবং প্রধান অতিথি মূল প্রবন্ধের ওপর মতামত ব্যক্ত করেন।
সেমিনারে প্রধান আলোচক ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর মামুন বলেছেন, বর্তমানে সবাই বঙ্গবন্ধু ভক্ত। এক সময় তার ভক্ত ছিল হাতেগোনা। অনেকে ব্যবসা করার জন্য বঙ্গবন্ধুকে পছন্দ করে, বই লেখে। আসলে তারা বঙ্গবন্ধু বিরোধী শক্তি।
আলোচকের বক্তব্যে তিনি আরও বলেন, নজরুল প্রচলিত ভাষাকে তছনছ করে নিজস্ব ভাষা নির্মাণ করেছেন। তেমনি বঙ্গবন্ধুও রাজনীতির অঙ্গণে নতুন ধারা এনেছেন। দুজনেরই সাহসিকতার মিল রয়েছে। অসাম্প্রদায়িক রাজনীতিতে জড়িয়ে বারবার জেলে গেছেন।
এসময় তিনি বলেন, ‘নজরুলের ‘বাংলার জয়’ আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জয় বাংলা’ অভিন্ন উৎস থেকে উৎসারিত। দুজনের সামগ্রিক জীবনে অসাম্প্রদায়িক মনোভাব, শোষণের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার মন্ত্র ফুটে উঠেছে।
জাতীয় কবি নজরুল স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা এবং জাতির জনক বঙ্গবন্ধু স্বাধীন বাংলার বাস্তব স্রষ্টা। বাঙালিত্বের সংজ্ঞায়নের প্রশ্নে নজরুল এবং বঙ্গবন্ধু দুটি সম্পূরক সত্তা। একজন পূর্বসূরি, অন্যজন উত্তরসূরি।’
এতে আরও বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, চবির নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. আনোয়ার সাঈদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান প্রমুখ।