চট্টগ্রাম শিক্ষাবোর্ডে চেয়ারম্যানের দায়িত্ব পেলেন অধ্যাপক মুস্তফা কামরুল আখতার

শিক্ষাঙ্গন ডেস্ক :

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মুস্তফা কামরুল আখতার।

সোমবার (১৬ মে) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ সচিব (কলেজ-২) চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

অধ্যাপক মুস্তফা কামরুল আখতার দীর্ঘদিন ধরে চট্টগ্রাম সরকারি সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্বরত আছেন।

এরআগে তিনি চট্টগ্রামের স্যার আশুতোষ সরকারি কলেজের প্রভাষক ছিলেন।

পরে চট্টগ্রাম সরকারি কলেজের প্রভাষক ও সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রসঙ্গত, ২০২২ সালের জানুয়ারির শুরুতে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব শেষ করেন অধ্যাপক প্রদীপ চক্রবর্তী। এরপর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন অধ্যাপক আব্দুল আলীম।