‘বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব’ ও ‘বঙ্গবন্ধু শেখ মুজিব পদক’ উপলক্ষে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক :

আগামী ২৭ ও ২৮ জানুয়ারি দুই দিন ব্যাপী ‘জন্মের সুবর্ণে জাগো সম্প্রীতির স্বরে, মুক্তির ডাক দেয় পিতা আজও ঘরে ঘরে’ এই শ্লোগানে ‘বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব’ ও ‘বঙ্গবন্ধু শেখ মুজিব পদক’ উপলক্ষে সংবাদ সম্মেলন করা হয়েছে।

সোমবার (২৪ জানুয়ারি) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে ঘিরে দেশের আবৃত্তি সংগঠন গুলোর ফেডারেশন বাংলাদেশ আবৃত্তি সম্মনয় পরিষদ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

এতে লিখিত বক্তব্য পাঠ করে শোনান বাংলাদেশ আবৃত্তি সম্মনয় পরিষদের যুগ্ম সম্পাদক রাশেদ হাসান।

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আয়োজনের উদ্বোধন করবেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে যোগ দিবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মহামুদ, শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

এ আয়োজনে দেশে প্রথমবারের মতো ৬ জনকে ২০২০, ২০২১ ও ২০২২ সালের আবৃত্তি সমন্বয় পরিষদ প্রবর্তিত বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক প্রদান করা হবে। এছাড়াও শিল্পের বিকাশ ও অবদানের জন্য ৫০ জন আবৃত্তিকার ও ৫টি প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু আবৃত্তি স্মারক প্রদান করা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সম্মনয় পরিষদের সাংগঠনিক সম্পাদক দেবাশিষ রুদ্র, নির্বাহী সদস্য সেলিম রেজা সাগর, তাসকিয়াতুন নূর তানিয়া, মশরুর হোসেন, মাহবুবুর রহমান, হাসান জাহাঙ্গীর সহ আরো অনেকে।