নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল প্যারেন্টস ফোরামের নতুন আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
শনিবার (৪ সেপ্টেম্বর) ব্যারিস্টার আফরোজা আক্তার সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চারটি কারণে সৃষ্ট স্থবিরতা কাটিয়ে উঠার জন্য দীর্ঘদিন যাবৎ আনুষ্ঠানিকভাবে নির্বাহী কমিটির মিটিং আহ্বানের অনুরোধ করা হয়েছে এবং অনানুষ্ঠানিকভাবে আলাপ আলোচনা মাধ্যমেও সমাধানের উদ্যোগ নিয়েও প্রেসিডেন্টের কোন ইতিবাচক সাড়া পাওয়া না যাওয়ায় এবং প্রেসিডেন্ট তার স্বেচ্ছাচারী মনোভাব অব্যাহত রেখে বিভিন্নজনকে গ্রুপ থেকে বের করা বা পোস্ট ও কমেন্ট করার সুযোগ রহিত করে দিতে থাকেন। এমনকি সম্প্রতি হোয়াটসঅ্যাপ ইসি গ্রুপ ও ফেইসবুক গ্রুপে সদস্যদের পোস্ট ও কমেন্ট করার সুযোগ প্রেসিডেন্ট এডমিনের ক্ষমতাবলে রহিত করে রেখেছেন।এমতাবস্থায় গতকাল বর্তমান নির্বাহী কমিটির সদস্যরা এক জরুরি সভায় অদ্যোপান্ত পর্যালোচনাপূর্বক ফোরামে চলমান স্থবিরতা থেকে উত্তরণের লক্ষ্যে একেএম আশরাফুল হককে প্রেসিডেন্ট পদ হতে অব্যাহতি প্রদান ও সকল কমিটি, গ্রুপ বিলুপ্ত ঘোষণা করে ফোরামের জন্য গঠনতন্ত্র প্রনয়ণ ও সরকারি নিবন্ধনের দায়িত্ব দিয়ে ৬ মাস মেয়াদী নিম্নোক্ত আহ্বায়ক কমিটি গঠন করা হলো।
উপরোক্ত কমিটি তাদের কাজের সুবিধার্থে পরবর্তীতে যে কোন প্যারেন্টসকে উক্ত কমিটিতে কোঅপ্ট করতে ও বিশেষ কোন উদ্দেশ্যে নতুন উপ-কমিটি গঠন ও তাতে অন্তর্ভূক্ত করতে পারবেন। প্রণীতব্য গঠনতন্ত্রের আলোকে প্যারেন্টদের ভোটের মাধ্যমে গঠিত পূর্ণাঙ্গ কমিটির নিকট সকল ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে অহ্বায়ক কমিটি বিলুপ্ত হবে।
সে হিসেবে বর্তমান আহবায়ক কমিটি হলো : আহ্বায়ক: ব্যারিস্টার আফরোজা আক্তারযুগ্ম আহ্বায়ক-১: জনাব মনজুর সাকলায়েনযুগ্ম আহ্বায়ক-২: জনাব এমএন আমিনসদস্য-১: জনাব প্রকৌশলী মোহাম্মদ সেলিম আখতার খানসদস্য-২: জনাব আনোয়ার হোসেন রিয়াজসদসয-৩: জনাব কামাল আহমেদ পলাশসদস্য-৪: জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সদস্য-৫: জনাব সামসুর রহমান শাওনসদস্য-৬: জনাব ওয়ালিউল আবেদীন শাকিলসদস্য-৭: মিসেস সাব্রিনা ইসলামসদস্য-৮: জনাব উৎপল ভৌমিক সদস্য-৯: মিসেস জুঁই মাহফুজাসদস্য-১০; মিসেস লতিফা এলিনসদস-১১; জনাব মোঃ আনিসুর রহমান ।