নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বার্ষিক ফায়ারিং ট্রেনিংয়ে এক নারী কনস্টেবলের ‘মিসফায়ারে’ তিন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে পার্বত্য জেলা রাঙামাটির বেতবুনিয়ায় পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
তারা হলেন— পাহাড়তলী থানার কনস্টেবল মিনু আরা এবং বাকলিয়া থানার কনস্টেবল সুমন কান্তি দে ও অভি বড়ুয়া। তারা চমেকের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
বিষয়টি জানিয়েছেন পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদিকুর রহমান। তিনি জানান, গুলি ছোঁড়ার সময় এক নারী কনস্টেবল হঠাৎ অসুস্থ হয়ে ‘মিসফায়ার’ করে। এতে সিএমপির তিন সদস্য গুলিবিদ্ধ হন। তাদের চমেক হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (পিআর) স্পিনা রানী প্রামাণিক সিভয়েসকে বলেন, ‘সিএমপির সদস্যদের নিয়ে বেতবুনিয়ায় বার্ষিক ফায়ারিং ট্রেনিং চলছিল। সেখানে আজ সকালের মহড়ায় এক নারী কনস্টেবল ফায়ারিংয়ের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এতে তার মিসফায়ারে সেখানে থাকা আর তিন কনস্টেবল আহত হয়েছেন। তাদের চমেক হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’