নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামে অনুষ্ঠিত হলো আইএসপিএবি মেলা-২০২৩। এ উপলক্ষে পাঁচলাইশ দ্যা কিং অফ চিটাগাং কনভেনশন হলে ছিল বিকি-কিনির সাংস্কৃতিক অনুষ্ঠান। সাথে ভরপুর মেজবানীতে বাংলাদেশের সব ইন্টারনেট সেবাদানকারী উদ্যোক্তাদের মাঝে সম্প্রীতি বাড়ানোর মাধ্যমে টেলিকম যন্ত্রপাতির নিত্যনতুন প্রযুক্তি সম্পর্কে সাধারণ জনগণ ও উদ্যোক্তাদের অবহিত করা হলো মেলায়। চলমান ব্যবসায়ের মন্দাবস্থা কাটিয়ে সদস্যদের অংশগ্রহণে মেলায় বিভিন্ন ইন্টারনেট, টেলিকম সেবাদাতা ও টেলিকম যন্ত্রপাতি আমদানিকারকদের ২০টি স্টলে ছিলো স্বতঃস্ফূর্ত উপস্থিতি।
রোববার (১২মার্চ) চট্টগ্রাম অঞ্চলিক শাখার ব্যবস্থাপনায় নগরীর পাঁচলাইশের দি কিং অব চিটাগাং-এ অনুষ্ঠিত এই মেলার উদ্বোধন করেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ ইমদাদুল হক।
এ সময় তিনি বলেন, আমরা আশা করি ভবিষ্যতে মাননীয় মন্ত্রী ও সচিবগণের উপস্থিতিতে আরো বড় পরিসরে এ ধরনের মেলার আয়োজন করা হবে। বিগত জানুয়ারি মাসে ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২৩ উদযাপন এবং আগামী অক্টোবরে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের তত্ত্বাবধানে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত স্মার্ট বাংলাদেশ মেলার আয়োজন করার কথা বলেন তিনি। সেই মেলায় চিটাগাংয়ের প্রত্যেক সদস্যই সরাসরি অংশগ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি এ সময়।
তিনি আরো বলেন, এই চট্টগ্রামেই আগামীতে আন্তর্জাতিক মানের সম্মেলন করবে আইএসপিএবি। চট্টগ্রামের এই মেলা আগামীতে ২-৩ দিন বাড়িয়ে বড় পরিসরে করার প্রতিশ্রুতি দেন সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁঞা।