নিজস্ব প্রতিবেদক:
বাংলাদশ নেজামে ইসলাম পার্টি চট্টগ্রাম মহানগর শাখার উদ্যাগে সিয়ামের গুরুত্ব-মহত্ত্ব ও করণীয় বর্জনীয় শীর্ষক আলাচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
২৭ মার্চ সোমবার বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হলে সংগঠনের সভাপতি মাওলানা অধ্যক্ষ মনজুরুল কাদের চৌধুরী সভাপতিত্বে সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রব্বানীর সঞ্চালনায় অতিথি ছিলেন কেদ্রীয় নেতা আল্লামা সরোওয়ার কামাল আজিজী।
আয়োজিত সভায় বিভিন্ন বক্তারা ইসলামে যাকাতের সুষম বণ্টনের কথা উল্লেখ করে বলেন, বিত্তবানদের সম্পদে গরিবদের হক রয়েছে। তাই গরিব-দুঃখী-মহনতী জনসাধারণের পাশে উদার হস্তে রমজান মাস দান করার অনুরোধ জানান। আল্লাহ রমজানের দানকে দিগুণ আকারে পুণ্যদান করেন বলেও উল্লেখ করেন।
এছাড়াও আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা মুফতি মুহাম্মদ আলী কাছেমী, অধ্যক্ষ আবদুর রহমান চৌধুরী, সাংবাদিক ওসমনি গণি, মাওলানা আতাউল্লাহ আল হাছাইনী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা এনামুল হক কুতুবী, অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী, কে.এম আলী হাসান, মাওলানা আবদুল্লাহ নিজামী, মাওলানা শামসুল হক জালালাবাদী, মাওলানা হাফেজ জাকারিয়া খালেদ, মাওলানা নুর মোহাম্মদ কিবরিয়া, মাওলানা আবুল কাসেম ইসলামাবাদী, মাওলানা ফরিদ আহমদ, মাওলানা জুলফিকার আলী, মাওলানা ওবায়দুল্লাহ, মাওলানা দিল মাহাম্মদ প্রমুখ।।