নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম নগরের আগ্রাবাদে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন না থাকা, ক্রয় রশিদ না রাখা এবং খোলা অবস্থায় ইফতার সামগ্রী বিক্রি করার অপরাধে ৪ প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২৯ মার্চ) নগরীর আগ্রাবাদ এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্ল্যাহ।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি জানান, প্রতিদিনের মতো আজও অভিযান পরিচালনা করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন না থাকা, ক্রয় রশিদ না রাখা এবং খোলা অবস্থায় ইফতার সামগ্রী বিক্রি করাসহ নানা অনিয়মের অভিযোগে ৪ প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়। তবে গণমাধ্যমকে প্রতিষ্ঠান গুলোর নাম জানানো হয় নি।
আরো জানানো হয়, এছাড়াও নগরীর ষ্টেশন রোড এলাকার ফলের পাইকারি বাজারও তদারকি করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।