বাংলাদেশে ওপর বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে পাওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়- ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
আবহাওয়ার অধিদপ্তরের সর্বশেষ সংবাদ প্রতিবেদন তুলে ধরা হলো: এই প্রতিবেদনটি শনিবার (৮ এপ্রিল) সকাল ৯টা থেকে রবিবার (৯ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত প্রযোজ্য।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আজকের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, সন্দ্বীপ, রাঙামাটি, ফেনী, বান্দরবান, খেপুপাড়া ও ভোলা অঞ্চলসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল: ৮৪% এবং ঢাকায় সূর্যাস্ত: সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে। আগামীকাল রবিবার ঢাকায় সূর্যোদয়: ভোর ৫টা ৪৫ মিনিটে।আগামী তিন দিন (৭২ ঘণ্টা) আবহাওয়ার অবস্থা: সামান্য পরিবর্তন হতে পারে।
গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়: ৩৮.০ ডিগ্রি সেলসিয়াস।