

নিজস্ব প্রতিবেদক:
ভারতের কলকাতা থেকে সোডা অ্যাশ লাইট ঘোষণায় এক কনটেইনার শাড়ি ও লেহেঙ্গা আমদানি করে কাস্টম হাউসের কাছে ধরা খেল
জানা গেছে, জালিয়াতিরর মাধ্যমে প্রতিষ্ঠানটি এক কোটি ৪১ লাখ টাকা রাজস্ব ফাঁকি দেয়ার চেষ্টা করতে চেয়েছিল।
সোমবার (১০ এপ্রিল) রাতে চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মো. সাইফুল হক আটকের পর এ তথ্য নিশ্চিত করেন গণমাধ্যমে।
এদিকে, চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা গেছে, কনটেইনারটি জাহাজ থেকে নামানোর পর বিশেষ নিরাপত্তা হেফাজতে রাখে কাস্টমস। চালানটি ফোর্স কিপ ডাউন করে কাস্টমসের এআইআর শাখা শতভাগ কায়িক পরীক্ষা করে। এ সময় সোডা অ্যাশ লাইটের বিপরীতে ১২ হাজার ৫৫০ পিস বেনারসি শাড়ি, ১ হাজার ১৩৯ পিস জর্জেট শাড়ি ও ৪০৩ পিস লেহেঙ্গা পাওয়া যায়।
ডেপুটি কমিশনার মোঃ সাইফুল হক বলেন, ভারতীয় শাড়ি ও লেহেঙ্গার শুল্কায়নযোগ্য মূল্য প্রায় ১ কোটি ১১ লাখ টাকা। মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকারক প্রতিষ্ঠানটি ১ কোটি ৪১ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করে। মূলত ঈদুল ফিতরে অতিরিক্ত লাভের আশায় মিথ্যা ঘোষণা দিয়ে শাড়ি আর লেহেঙ্গাগুলো আমদানি করা হয়েছে বলে আমাদের ধারণা করা হচ্ছে প্রাথমিক ভাবে।
তিনি আরো বলেন, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কাস্টমস আইন, ১৯৬৯ ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।