নিজস্ব প্রতিবেদক:
সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য প্রার্থনায় ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
শুক্রবার (১৪ এপ্রিল) নগরীর লালদীঘিস্থ মাহবুব উল আলম চৌধুরী চট্টগ্রাম সিটি করপোরেশন পাবলিক লাইব্রেরিতে বাংলা নববর্ষ উপলক্ষে পথচারীদের জন্য নিয়মিত ইফতার আয়োজনে এ প্রার্থনা করা হয়। এ বিশেষ মুনাজাতে বর্তমানে দেশের চলমান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করা হয়। এ সময় মেয়রের সঙ্গে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ইফতারের আগে শ্রেণী পেশার ব্যবধান ভুলে হাজারো মানুষ প্রধানমন্ত্রী আর তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য কামনা করে দোয়া প্রার্থনা ও দীর্ঘায়ু কামনা করেন তারা।
দোয়া মাহফিলের আয়োজনে বক্তব্যে মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে বর্তমান জটিল বিশ্ব পরিস্থিতিতেও বাংলাদেশের মানুষ তুলনামূলকভাবে ভালো আছে। দেশের আর্থ-সামাজিক খাতে যে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড চলছে তার কেন্দ্রবিন্দুতে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে সুস্বাস্থ্যের সাথে এভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন তার জন্য এ প্রার্থনা।
মেয়রের সাথে দোয়া মাহফিলের পর লাইব্রেরি প্রাঙ্গনে ইফতারি গ্রহণ করেন সব শ্রেণি-পেশার হাজারো মানুষ।
উল্লেখ্য, এই স্থানে মেয়রের উদ্যোগে প্রতিদিন পাঁচশ মানুষ বিনামূল্যে ইফতার গ্রহণ করেন। কাউন্সিলর জহর লাল হাজারীর ব্যবস্থাপনায় দোয়া মাহফিলে অংশ নেন ইফতেখার কামাল খান, শওকত আনোয়ার বাদল, লিটন দাশ, বিপ্লব চৌধুরী প্রতাপ, উৎপল দাশ, বলরাম চক্রবর্ত্তী, নিপু শর্ম্মা, তাপস দে, জয় চৌধুরী, অভি চক্রবর্ত্তীসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা এবং আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ