

পটিয়া প্রতিনিধি:
পটিয়া উপজেলার চক্রশালা আবাহনী ক্রীড়াচক্রের আয়োজনে স্থানীয়দের মাঝে ঈদ উপহার বিতরন করেছেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সত্যজিৎ রায় রুপু।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) চক্রশালা যুব নিশান ক্লাব মাঠ প্রাঙ্গণে ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পটিয়া স্পোর্টস ক্লাবের প্রধান উপদেষ্টা কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় ঢাকা আবাহনী ক্লাবের ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু।


এ সময় তিনি বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগনের জীবনমান উন্নয়নে নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন যার যা কিছু আছে তা নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে। তাঁর সেই নির্দেশ পালনে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা যার যা কিছু তা নিয়ে সাধারন মানুষের পাশে দাঁড়াচ্ছে। তারই ধারাবাহিকতায় আমি আমার পটিয়াবাসীর জন্য সামন্য ঈদ উপহার নিয়ে এসেছি।


এসময় উপস্থিত ছিলেন কিশোর দত্ত মানু, বাবু বিশ্বজিৎ দেব, নাজিম ঊদ্দিন, হাশেম মেম্বার, মাস্টার জাফর, মফিজুর রহমান, মোঃ ইসহাক, হারুনুর রশীদ, মোঃ এয়াকুব, অঞ্জন রুদ্র , মোঃ জসিম সহ প্রমুখ।