শিক্ষাঙ্গন ডেস্ক:
ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে চলমান এসএসসি/সমমান পরীক্ষার আগামী (রবিবার) ১৪ মে অনুষ্ঠিতব্য ৫ শিক্ষাবোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত করা হয়েছে।
স্থগিত ওই পাঁচটি শিক্ষাবোর্ড হলো- চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।
অন্যান্য বোর্ডসমূহের উক্ত তারিখের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি।