রুবেল দাশঃ চট্টগ্রাম সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজের ৯১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন বান্ধব ৯১ এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
রবিবার সকালে সংগঠনের সদস্যরা সরকারি সিটি কলেজ প্রাঙ্গণের শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় তারা বলেন, অনেক রক্তের বিনিময়ে আমরা প্রাণের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে পেয়েছি। এ ভাষার সম্মান আমাদের সবাইকে মিলে রক্ষা করতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য জয়নাল আবেদিন রানা, মনোয়ার জাহান মনি, আবদুল হান্নান চৌধুরী, টিটু, জাবেদ সুমন, সাজ্জাদ সুমন, শিপন, নিপু, কমরসহ আরো অনেকে।