নিজস্ব প্রতিবেদক : আনোয়ারার পারকী সৈকত এলাকায় সিএনজি অটোরিক্সার সঙ্গে ধাক্কা লেগে মো. আসিফ নামের মোটরসাইকেল আরোহী এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃত্যুবরণকারী মো. আসিফ (১৭) চন্দনাইশের সাতবাড়িয়া এলাকার আবুল কালামের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোটর সাইকেল নিয়ে চন্দনাইশ থেকে পারকী সৈকতে বেড়াতে আসেন আসিফ। এসময় একটি সিএনজি অটোরিক্সার সঙ্গে ধাক্কা লেগে তিনি মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, সকাল সোয়া ১১টার দিকে ওই কিশোরকে হাসপাতালে আনা হয়। এর আগেই তার মৃত্যু হয়েছে।