চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করেনায় প্রাণ গেল আরও ১৭ জনের। যা চট্টগ্রামের জন্য দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা।
৫ আগষ্ট বৃহস্পতিবার চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে এসব করোনা রোগীর মৃত্যু হয়। মৃতদের মধ্যে ৯ জন উপজেলার ও ৮ জন নগরের বাসিন্দা। শুক্রবারের রিপোর্ট দেখিয়ে এ নিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩৬ জনে এসে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার রাতে হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে।
মৃত্যু ছাড়াও একই দিনে ১ হাজার ১১৪ জন করোনা রোগী পাওয়া গেছে। যাদের মধ্যে ৭১২ জন নগরের আর ৪০২ জন উপজেলার বাসিন্দা। বৃহস্পতিবার কক্সবাজারসহ চট্টগ্রামের ১১টি ল্যাব ও বিভিন্ন এন্টিজেন বুথে ৩ হাজার ৭৭৭ জনের নমুনায় এসব রোগী পাওয়া যায়। এনিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ৮৮ হাজার ৬৬০ জনে এসে দাঁড়িয়েছে।