চট্টলা ডেস্কঃ নগরীর আকবর শাহ থানার তালিকাভুক্ত সন্ত্রাসী, ভূমিদস্যু, পাহাড় দখল, অপহরণ, ধর্ষণ, মাদক ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত আসামী নুর আলম প্রকাশ নুরুকে সহযোগীসহ গ্রেফতার করে আকবরশাহ থানা ও ডিবি পশ্চিম বিভাগের যৌথ টিম।
পুলিশের ওপর হামলা চালানো আলোচিত দুর্ধর্ষ সন্ত্রাসী নুরুকে ৮ জানুয়ারী নোয়াখালী কোম্পানীগঞ্জ থানাধীন শান্তিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
নাছিয়াঘোনা এলাকার এক আতঙ্কের নাম নুর আলম প্রকাশ নুরু। এই পাহাড়ী এলাকায় বসবাস করা অসহায় মানুষগুলো জিম্মি হয়ে পড়েছে নুর বাহীনির কাছে। নুরু’র একক ভাবে আধিপত্য বিস্তার এবং ৫০ থেকে ৬০ জন সদস্য নিয়ে তার একটি সংঘবদ্ধ বাহিনী রয়েছে । তারা নুরুর নির্দেশে তার অপরাধ সাম্রাজ্য পরিচালনা করতো।সন্ত্রাসী নুরু’র রয়েছে একাধিক মামলা।
নুরুর আস্তানা থেকে জব্দকৃত আলামত একটি ওয়ান শুটারগান, রিভালবার, ধারালো কিরিছ, রাম দা ও ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শনিবার নগরীর আগ্রাবাদ সিডিএ এলাকায় সিএমপির উপ-কমিশনার (পশ্চিম) কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানায় সিএমপির উপ-কমিশনার (পশ্চিম) ফারুক উল হক।
রিপোর্টঃ হুমায়ুন কবির হীরো, সিনিয়র রিপোর্টার