নামাজ শেষে মসজিদেই মৃত্যু হলো এক মুসল্লির

সীতাকুন্ড প্রতিনিধি:

সীতাকুণ্ড উপজেলার একটি মসজিদে আসরের নামাজ পড়ছিলেন স্থানীয় মুসল্লিরা। এ সময় ঐ মসজিদে নামাজ পড়ছিলেন খলিলুর রহমান (৬৬) নামে এক চাকরিজীবি। তবে এই আসরের নামাজই ছিল জীবনের শেষ নামাজ সেটা কি তিনি জানতেন?

নামাজ পড়া শেষ করেই ওই ব্যক্তি বলে উঠলেন— ‘আমার জন্যে একজন ডাক্তার আনেন’। এ কথা বলার পরপরই বসা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। 

বুধবার (১১ আগষ্ট) বিকেল ৫টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ঘোরামরা এলাকায় পাক্কা মসজিদে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। 

এ বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদের সাথে যোগাযোগ করা হলে এ ধরনের কোনো ঘটনার খবর পাননি বলে জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত্যুর কোলে ঢলে পড়া খলিলুর রহমান নগরের কেডিএস লজিস্টিক সিএন্ডএফ নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। 

বাড়ি চট্টগ্রামের পটিয়া থানা এলাকায়। সে ওই এলাকার মৃত হাজী আলী আহমেদের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, তিনি নামাজ শেষ করে বসে পড়েন। এসময় অন্যান্য মুসল্লীদেরক ডাক্তার আনার কথা বলে পরক্ষণই মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে স্থানীয় এক চিকিৎসক এলে খলিলুর রহমানকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদের সাথে যোগাযোগ করা হলে এ ধরনের কোনো ঘটনার খবর পাননি বলে জানান তিনি।