

খাগড়াছড়ি প্রতিনিধি :
জাতীয় শোক দিবস উপলক্ষে খাগড়াছড়ি মাটিরাঙা পলাশপুর জোনের উদ্যেগে গরীব ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৫ আগষ্ট রবিবার জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
৪০ বিজিবি পলাশপুর জোন এর হেলিপেডে আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ৪০ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মাদ খসরু রায়হান।
এ সময় তিনি হত দরিদ্র কর্মহীন গরীব ও দুঃস্থ পাহাড়ি, বাঙ্গালীদের মাঝে অর্ধশত পরিবারে এই উপহার সামগ্রী বিতরণ করেন।
৪০ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ খসরু রায়হান বলেছেন, ‘বৈশ্বিক মহামারী করোনাকালে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানাচ্ছি। আগামীতেও গরীব ও দুস্থ মানুষের পাশে পলাশপুর জোনের সহয়তা অব্যহত থাকবে।’
এছাড়াও অন্নান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৪০ বিজিবি পলাশপুর জোনের নায়েক সুবেদার গন ও বিভিন্ন পদস্থ কর্মকর্তারা।