চট্টগ্রাম প্রতিনিধি :
প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর জীব-বৈচিত্র্য রক্ষায় অভিযান চালিয়ে তিনটি ইঞ্জিন চালিত বালুবাহী নৌকা ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল ১০ টা থেকে সাড়ে ১১টায় হালদার-সর্তা মোহনায় এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ বলেন, হালদার জীববৈচিত্র্য রক্ষায় আমরা অভিযান পরিচালনা করে ৩টি অবৈধ ইঞ্জিন চালিত নৌকা ধ্বংস করেছি। হালদার মা মাছ, ডলফিন রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।
এছাড়াও সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, পুলিশ, আনসার ও আইডিএফ’র কর্মকর্তা কবি রাশেদুল ইসলাম ।