শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে ৫ ব্যক্তি আটক র‌্যাবের হাতে

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে চাঁদাবাজির সময় হাতেনাতে ৫ ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। তাদের কাছ থেকে জব্দ করা হয় তিনটি চাকু ও চাঁদা আদায়ের নগদ ১১ হাজার ২৩০ টাকা।

আটক পাঁচজন হলেন, মো. ইকবাল (৫২), মো. গিয়াস উদ্দিন (৩০), মো. কায়ছার (৩১), মো. আবুল কাসেম (৩১), মো. উদয়ন মজুমদার (৩৫)।  

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, আটক পাঁচজন বিভিন্ন শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছিলো। আশেপাশের বিভিন্ন সড়কে অবৈধভাবে সিএনজি, টেম্পু, মালবাহী ট্রাকসহ অন্যান্য পরিবহন জোর করে থামিয়ে এবং ভাসমান ব্যবাসয়ীদের কাছ থেকে স্থানীয় নেতাকর্মীদের নাম ভাঙিয়ে তারা চাঁদাবাজি করে। সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে তাদের বাকলিয়া এলাকা থেকে হাতেনাতে আটক করে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।