স্কুল ছুটি বাড়ানোর আর পরিকল্পনা নেই শিক্ষা মন্ত্রণালয়ের

চট্টলা ডেস্ক :

১২ সেপ্টম্বরের পর শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর পরিকল্পনা নেই শিক্ষা মন্ত্রণালয়ের।

সেই সাথে কেবল এসএসসি আর এইচএসসি পরীক্ষার্থীরাই নয় স্কুল খুললে সব শ্রেনীর শিক্ষার্থী কম বেশি ক্লাসে ফিরবে।

এদিকে নতুন নির্দেশনা না পেলেও শিক্ষা প্রতিষ্ঠান পরিচ্ছন্নতার শুরু হয়েছে বেশিরভাগ স্কুলগুলোতে। মাউশি মহাপরিচালক জানান অধিকাংশ কর্মকর্তা কর্মচারী এসেছেন টিকার আওতায়।

স্কুলের মাঠের বড় ঘাসই বুঝিয়ে দিচ্ছে সেখানে বহুদিন আনাগোনা নেই শিক্ষার্থীদের। ক্লাস রুমের বেঞ্চ আর ঝুলজমে থাকা ঘর। যারা এ্যাসাইনমেন্ট জমা দিতে আসছেন তাদের কাছে ক্লাসে ফিরে আসা বড্ড বেশি কাঙ্খিত।

আবাসিক ও অনাবাসিক বিদ্যালয়ের এমন দশা হলেও অনেকটা গুছিয়ে নিচ্ছে এই দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সারাদেশের স্কুলগুলো নিচ্ছে প্রস্তুতি। শিক্ষক কর্মচারী সবাইকে আনা হচ্ছে টিকার আওতায়।

এই দফায় ১১ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি বাড়ছে। সংক্রমণ কমে আসায় মধ্য সেপ্টেম্বরেই খুলতে পারে প্রতিষ্ঠান। পরিকল্পনা অনুযায়ী শুধু এসএসসি আর এইচএসসিই নয় এবার খুললে গুরুত্ব পাবে সব পর্যায়ের শিক্ষার্থী।সংশ্লিষ্টরা জানান, প্রতিষ্ঠান খুললেও মিশ্র পদ্ধতির পাঠদান চলবে।