বান্দরবানে পাহাড় ধসে মা-মেয়ের মৃত্যু : নিখোঁজ ভাই

বান্দরবান প্রতিনিধি :

ভারী বৃষ্টিতে পাহাড় ধসে বান্দরবানের একই পরিবারের নিখোঁজ ৩ জনের মধ্যে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে সদর ইউনিয়নের ছাংগ্যাহ ত্রিপুরা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন হলেন, সাইঙ্গ্যা ত্রিপুরা পাড়ার বাসিন্দা কিষ্ণাতি ত্রিপুরা (৪০), তাঁর মেয়ে বাজেরুং ত্রিপুরা (১২)। এ ঘটনায় ছেলে প্রদীপ ত্রিপুরা (৮) এখনো নিখোঁজ রয়েছে। কিষ্ণাতি ত্রিপুরার বোন রাংকাতি ত্রিপুরা (৩৫) প্রাণে বেঁচে গেলেও তিনি আহত হয়েছেন।

স্থানীয় লোকজন জানান, সাঙ্গাই ত্রিপুরাপাড়ায় জুম থেকে ফেরার পথে রাঙাঝিরি ছড়াতে একই পরিবারের চারজন গোসল করতে নামেন। হঠাৎ ভারি বৃষ্টিপাত শুরু হলে পাহাড় ধসের ঘটনা ঘটে। একপর্যায়ে তাড়াহুড়ো করে ওঠার সময় ধসের মাটিতে পা পিছলে ঝিরির পানির স্রোতে ভেসে যায় মাসহ দুই ছেলে-মেয়ে।

বান্দরবানের ঝিরিতে পাহাড় ধসে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। খোঁজ মিলছে না তাদের মায়ের। তবে জীবিত অবস্থায় পাওয়া গেছে শিশুদের খালাকে।

সদর উপজেলার সাঙ্গাই ত্রিপুরাপাড়া এলাকায় বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। দুই শিশুর মরদেহ বৃহস্পতিবার সকালে উদ্ধার করে ফায়ার সার্ভিস।

তারা হলো ১২ বছরের বাজেরুঙ ত্রিপুরা ও ৭ বছর বয়সী প্রদীপ ত্রিপুরা। তাদের নিখোঁজ মায়ের নাম কৃষ্ণতী ত্রিপুরা; বাড়ি সাঙ্গাই ত্রিপুরাপাড়ায়।

বান্দরবানের পুলিশ সুপার (এসপি) জেরিন আক্তার তথ্যগুলো নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে তিনি জানান, ত্রিপুরাপাড়ায় জুম চাষ শেষে ফেরার পথে রাঙাঝিরির ছড়াতে দুই সন্তান ও বোনকে নিয়ে গোসলে নামেন কৃষ্ণতী। সে সময় বৃষ্টি হচ্ছিল। হঠাৎ পাহাড়ের মাটি ধসে তাদের উপর পড়ে। সে সময় কৃষ্ণতীর বোন রাম্বতি ত্রিপুরা দ্রুত সরে যাওয়ায় বেঁচে যান। তিনি স্থানীয় লোকজন ডেকে জানান, বোন ও দুই শিশুকে পাওয়া যায়নি।

স্থানীয় লোকজন গিয়ে খোঁজাখুঁজি করে তাদের না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য জগদীশ ত্রিপুরা জানান, ফায়ার সার্ভিস বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পাহাড়ের ছড়া থেকে প্রথমে ছেলের ও পরে মেয়েশিশুটির মরদেহ উদ্ধার করে। তবে তাদের মাকে এখনও (বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত) পাওয়া যায়নি।

বান্দরবানে এসপি জেরিন আক্তার নিউজবাংলাকে বলেন, ‘কৃষ্ণতীকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশের অভিযান চলছে।’

এসময় একজনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে টানা বৃষ্টি আর দুর্গম এলাকা হওয়ায় উদ্ধারকাজ কিছুটা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।