নগর প্রতিবেদক :
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজার খাঁ লেইন তিন রাস্তার মোড়ে এক আইসক্রিমওয়ালার কাছ থেকে গলায় ছুরি দেখিয়ে ৮ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাই করা ৭ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার ওসি জাহিদুল কবীর।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সাগর (২০), মো. ফয়সাল (২০), মো. শহিদুল হক কিরণ (২৪)।
এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির বলেন, ‘গ্রেপ্তাররা ভিকটিমের কাছ থেকে টাকা ছিনতাই করেছে বলে ভিকটিম শনাক্ত করেন। তারা হামজারবাগ এলাকায় বিভিন্ন সময়ে পথচারীদের পথ অবরোধ করে ছিনতাই করে আসছিলো। পেশাদার ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য তারা। তাহারা মহানগর এলাকায় দীর্ঘ দিন যাবৎ ছিনতাই কর্মকাণ্ড করে আসছে। এসব ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে তারা স্বীকারও করেছে।’
পুলিশ জানায়, ভিকটিম মো. সাইদুল ইসলাম মানিক (১৯) বিভিন্ন দোকানে আইসক্রিম ডেলিভারি শেষে তার বাসায় ফিরছিলেন।
পথে হামজারবাড়ের তিন রাস্তার মোড় এলাকায় অজ্ঞাতনামা তিন চারজন লোক হাতে ছোরাসহ গতিরোধ করে মারধর শুরু করে তাকে। একপর্যায়ে গলায় ছোরা ধরে জোরপূর্বক আইসক্রিম বিক্রি বাবদ পকেটে থাকা নগদ ৮ হাজার টাকা ছিনিয়ে নিয়ে হামজারবাগ রেলবিটের দিকে চলে যায়। পরে এ ঘটনায় পাচলাইশ থানায় মামলা দায়ের করেন ভিকটিম।
এরপর অভিযানে নেমে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অজ্ঞাতনামা ব্যক্তিদের শনাক্ত ও লুন্ঠিত মালামাল উদ্ধার করে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মোট ৭ হাজার টাকা ছিনতাইকৃত আলামত হিসেবে জব্দ করা হয়।