বায়েজিদ এলাকায় ২ লক্ষ টাকা জরিমানা সহ অবৈধ তেল কারখানা সিলগালা

নগর প্রতিবেদক :

চট্টগ্রাম মেট্রো শাখার জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে সাথে নিয়ে অভিযান চালিয়ে অক্সিজেন কুলগাঁও মালদা দিঘী এলাকায় *এস এ ট্রেডার্স* নামীয় একটি অবৈধ তেল তৈরির কারখানা সিলগালা করে দিয়েছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে থেকে প্রায় সাড়ে চার ঘন্টার অভিযানে এস এ ট্রেডার্স এর স্বত্বাধিকারী মোঃ আরজু ও মোঃ মনির হোসেনকে ওই কারখানায় তেল বোতলজাত ও মোড়কীকরণ করা ও বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় এবং সেই সাথে বিএসটিআইয়ের লাইসেন্স না থাকার পরও বোতলের গায়ে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করার ২ লক্ষ টাকা জরিমানা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসানুজ্জামান বলেন, বায়েজিদ থানাধীন কুলগাঁও মালদা দিঘী এলাকায় *এস এ ট্রেডার্স* নামীয় একটি অবৈধ তেল বাজারজাতকরণ ও মোড়কীকরণ ফ্যাক্টরিতে চট্টগ্রাম মেট্রো শাখার জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্য ও সহায়তার ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরও বলেন, এসময় ফ্যাক্টরিটিতে অস্বাস্থ্যকর উপায়ে তেল বোতলজাত করা হচ্ছিল। এছাড়াও বিএসটিআইয়ের লাইসেন্স না থাকার পরও বোতলের গায়ে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়। তেল বোতলজাত ও মোড়কীকরণ করারও বৈধ কোন কাগজপত্র মালিকপক্ষ দেখাতে পারেনি। এর ফলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৩৭,৪৩ ও ৪৫ এর লংঘন হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর উক্ত ফ্যাক্টরিটি সিলগালা করে দেয়। পরবর্তীতে ফ্যাক্টরিটি চালাতে হলে তাদের ২ লক্ষ টাকা জরিমানা ও বিএসটিআইয়ের অনুমোদন নিয়ে চালাতে হবে মর্মে আদেশ প্রদান করা হয়।

চট্টগ্রাম মেট্রো শাখার জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গত ১৪ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম মেট্রো শাখার একটি দল উক্ত ফ্যাক্টরিটি রেকি করছিল। এরপর আজকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরেরকে সাথে নিয়ে ওই অবৈধ তেলের কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে।