ফ্যাশন ফুডকে বিএসটিআইয়ের ৩০ হাজার টাকা জরিমানা

নগর প্রতিবেদক :

চট্টগ্রাম নগরের নাসিরাবাদে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া পণ্য বানিয়ে মোড়কজাত করে বিক্রির ও অনুমোদন ছাড়া ওজনযন্ত্র ব্যবহার করায় ফ্যাশন ফুড ম্যানুফ্যাকচারিং কোম্পানি নামে প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান এ অর্থদণ্ড করেন।

এ সময় চট্টগ্রাম বিএসটিআইয়ের পক্ষে প্রসিকিউটর হিসেবে ছিলেন উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার (সিএম) ফারহানা জাহান পারুল ও পরিদর্শক (মেট) প্রকৌ. মো. জিল্লুর রহমান।

বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক (মেট) মো. জিল্লুর রহমান বলেন, বিএসটিআই থেকে লাইসেন্স না নিয়ে পণ্য উৎপাদন ও বিক্রয় করছিল একটি প্রতিষ্ঠান।

পাশাপাশি প্রতিষ্ঠানটি যে ওজনযন্ত্র ব্যবহার করছিল সেটা আমাদের কাছ থেকে ভেরিফিকেশন করানো হয়নি।

তাই এই দুই অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।