পাম্প থেকে চসিকের আবর্জনা গাড়ি চালককের তেল চুরি:হাতে নাতে ধরলো প্রকৌশলী

নগর প্রতিবেদক :

দীর্ঘদিন ধরে চসিকের তেল বাইরে পাচার হচ্ছে এমন তথ্য আগেই ছিল চসিকের উপ সহকারী প্রকৌশলী অপূর্ব দেব নাথের কাছে।

এর ধারাবাহিকতায় আবারো রাতের আঁধারে সুকৌশলে পাচার হওয়ার অপেক্ষায় ছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রায় ৭৬ লিটার তেল। চসিকের সাগরিকা পেট্রোল পাম্প তেল পুল শাখার ইস্যু স্লিপ ছাড়া তেল নিচ্ছিলেন আবর্জনা গাড়ির চালক (অস্থায়ী) হোসেন। শনিবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় তেল পাচারের সময় চালক হোসেনকে হাতেনাতে ধরেন চসিক উপ সহকারী প্রকৌশলী অপূর্ব দেব নাথ।

এ সময় তাকে হাতেনাতে ধরার পর চাকরি থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চসিক।

রোববার (২৬ সেপ্টেম্বর) অভিযুক্ত হোসেনকে চাকরি অব্যাহতি দেওয়ার চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে চসিকের যান্ত্রিক প্রকৌশল বিভাগ।

সূত্রমতে, পুল শাখার ইস্যু স্লিপ ছাড়া চসিকের একটি গাড়িতে তেল নিচ্ছিলেন আবর্জনা গাড়ির চালক হোসেন। মূলত পেট্রোল পাম্পের একজন অপারেটরের যোগসাজশে এ তেল বাইরে পাচারের অপেক্ষায় ছিল।

এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মির্জা ফজলুল কাদের বলেন, ‘ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমি শনিবার রাতেই ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে আমি যাওয়ার আগেই অভিযুক্ত চালককে ছেড়ে দেওয়া হয়েছে। ’