নগর প্রতিবেদক:
চট্টগ্রামে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (২৬ সেপ্টেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন, কেক কাটা ও আলোচনা সভা।
সংগঠনটির সাধারণ সম্পাদক কাউন্সিলর নীলু নাগের সঞ্চালনায় সংগঠনের সভাপতি হাসিনা মহিউদ্দিনের নেতৃত্বে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের সাথে নিয়ে কেক কাটা হয়।
হাসিনা মহিউদ্দিন এ সময় সংগঠনের সকল নেতাকর্মীকে অভিনন্দন জানান এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ বির্নিমাণে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি আনিসুর রহমান, কাউন্সিলর আনজুমান আরা, শওকত হোসেন, সুমন সেন, মামুনুর রশীদ মামুন, নারায়ণ দাশ, জ্যাকব ডায়েস ,মোস্তাফিজুর রহমান বিপ্লব, হাসিনা আজার টুনু, আয়শা আলম, রিপা সরকার, জেনিফার আলম, শিরিন আক্তার শিল্পী, শাহ নেওয়াজ এবং বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দরা।