নগর প্রতিবেদক :
নগরীর চান্দগাঁও এলাকায় ভূয়া এনআইডি তৈরির সরঞ্জামাদিসহ প্রদীপ দাস (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
রবিবার(২৬সেপেটেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চান্দঁগাও এলাকার ‘হাসেম টেলিকম’ নামের একটি দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ এর প্রেরণ করা প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সহকারী কর্মকর্তা (মিডিয়া অফিসার) মো. নুরুল আবছার।
তিনি জানান, কম্পিউটারে অবৈধভাবে বিভিন্ন ব্যক্তির নামে ভূয়া জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, ইউনিয়ন পরিষদের নাগরিক সনদ তৈরি করে প্রতারণাসহ জালিয়াতির উদ্দেশ্যে তথ্য সংরক্ষণ ও বহন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাবের একটি টিম। এ সময় ভূয়া কাগজপত্র তৈরির সরঞ্জামাদিসহ প্রদীপ দাসকে গ্রেফতার করা হয়। আসামীকে জিজ্ঞাসাবাদে সে ভুয়া জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন ধরণের ভূয়া সনদপত্র তৈরির কথা স্বীকার করে।
উদ্ধারকৃত আলমত ও আসামীকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।