রাউজানে মুক্তিযোদ্ধা কমান্ডার কামাল চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রাউজান প্রতিনিধি :

রাউজান হল‌দিয়া ইউনিয়নের এয়া‌ছিন্নগর নিবাসী মুক্তি‌যোদ্ধা কমান্ডার আলহাজ্জ কামাল উ‌দ্দিন চৌধুরীর দু’দফা নামাজে জানাযা শেষে পারিবারিক কবরাস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় ফকিরটিলা ঈদগাহ ময়দানে উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের উপস্থিতিতে তাঁকে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করেন পুলিশের চৌকষ একটি দল।

বীর মুক্তিযোদ্ধার কফিনে জাতীয় পতাকা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাংসদ ফজলে করিম চৌধুরীর পক্ষে দলীয় নেতৃবৃন্দ, উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান একে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও জোনায়েদ কবির সোহাগ, উপজেলা আওয়ামীলীগের পক্ষে কাজী আবদুল ওহাব, মুক্তিযোদ্ধাদের পক্ষে আবু জাফর চৌধুরী, হলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষে মুক্তিযোদ্ধা চেয়ারম্যান শফিকুল ইসলাম, এস এম বাবর, মাহবুবুল আলম, রুনু ভট্টচার্য্য।

সেই সাথে জানাযায় বিপুল সংখ্যক মুসল্লী জানাযায় অংশ গ্রহন করেন।উল্লেখ্য, গত (২৬ সেপ্টেম্বর) রবিবার বিকাল মারা যান বীর মুক্তিযোদ্ধা কামাল চৌধুরী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, ২কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। দীর্ঘদিন যাবৎ দেশ দরদী এই বীর মুক্তিযোদ্ধা। মরণব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। তিনি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, উত্তরজেলা কৃষক লীগের সভাপতি, রাউজান উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। রবিবার রাত ৯ টায় চট্টগ্রাম নগরীর হযরত মিছকিন শাহ (রহঃ)’র মাজার সংলগ্ন ময়দানে প্রথম নামাজে জানাযা অনুষ্টিত হয়। পরে সোমবার ভোর সকালে মরহুমের মরদেহ নিয়ে আসা হয় নিজ জম্মভূমি রাউজানের এয়াছিন্নগরে।