নগর প্রতিবেদক:
নগরের খুলশী এলাকার ‘হোম রেসিপি ফুডস’কে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১০ অক্টোবর) নগরের খুলশীর গরীবুল্লাহ শাহ হাউসিং সোসাইটি এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রি খীসা।
বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন ও নিবন্ধন সনদ ছাড়া পণ্য মোড়কজাত করা ও ভেরিফিকেশনবিহীন ওজনযন্ত্র ব্যবহার করার অভিযোগে এ জরিমানা করা হয়েছে জানিয়ে বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক (মেট) প্রকৌশলী মো. জিল্লুর রহমান বলেন, ‘বিএসটিআই লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন ও মোড়কজাত করে বিক্রি করায় ‘হোম রেসিপি ফুডস’ নামের প্রতিষ্ঠানকে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ৫০ হাজার টাকা ও ভেরিফিকেশনবিহীন ওজনযন্ত্র ব্যবহার করায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি এ ধরনের অপরাধ পুনরায় না করতে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়।’
এ সময় বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পক্ষে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার (সিএম) শিমু বিশ্বাস ও পরিদর্শক (মেট) প্রকৌশলী মো. জিল্লুর রহমান।