নগর প্রতিবেদক :
নগরীর ডবলমুরিং থানার পাঁচশ গজ দূরে মনছুরাবাদ খাদ্য গুদামের সামনে দিনে দুপুরে তাসলিমা (৪৩) নামের এক গৃহিনীকে ছুরিকাঘাত করে মোবাইলসহ স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এ সময় আহত হয়েছেন ওই গৃহিণী তাসলিমা।
বুধবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় মনছুরাবাদ খাদ্য গুদামের সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। আহত তাসলিমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি পাহাড়তলী ঝর্ণা পাড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন পুলিশ।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, ছুরিকাঘাতের পর পালিয়েছে ছিনতাইকারী দল। এ ঘটনায় কারা জড়িত তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।
এদিকে প্রত্যক্ষদর্শী জানিয়েছে, তাসলিমা ও তার মেয়ে তাইফা রিকশায় করে যাচ্ছিলেন। পথে মনছুরাবাদ খাদ্য গুদামের সামনে কয়েকজন ছিনতাইকারী গতিরোধ করে। এ সময় তসলিমা মোবাইল, স্বর্ণালঙ্কার দিতে না চাইলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি নেওয়া হয়।