নগর প্রতিবেদক:
নগরের চান্দগাঁও এলাকায় পড়াশোনা নিয়ে মায়ের বকাবকির জেরে অভিমানে গলায় ফাঁস দিয়ে চন্দ্রিমা বড়ুয়া (১৮) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।
শনিবার (২৩ অক্টোবর) সকালে চান্দগাঁও থানার র্যাব-৭ এর কার্যালয়ের পাশের একটি ভবন থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত চন্দ্রিমা বড়ুয়া কক্সবাজার জেলার উখিয়া থানার পূর্ব রত্নাপালং গ্রামের সঞ্জয় বড়ুয়ার মেয়ে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান বলেন, ‘পড়াশোনা নিয়ে বকা দেয়ায় অভিমান করে চন্দ্রিমা বড়ুয়া নামের এক মেয়ে আত্মহত্যা করেছে। সকালে ৯৯৯ এ ফোন পেয়ে লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’
পুলিশ জানায়, চন্দ্রিমা এ বছর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী ছিলেন। শুক্রবার রাতে তাকে পড়াশোনা নিয়ে বকা দেন তার মা কলমীপ্রভা বড়ুয়া। পরে সে অভিমান করে ওই রাতের কোন এক সময় ফ্যানের সিলিংয়ে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। সকালে ডাকাডাকি করে সাড়া না মেলায় ৯৯৯- এ কল দেয় তার পরিবার।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান বলেন, ‘পড়াশোনা নিয়ে বকা দেয়ায় অভিমান করে চন্দ্রিমা বড়ুয়া নামের এক মেয়ে আত্মহত্যা করেছে। সকালে ৯৯৯ এ ফোন পেয়ে লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’