চট্টগ্রামের ৩ হাজার ২৯ জন স্কুল শিক্ষার্থী টিকা পাবে আগামীকাল

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামে ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে।

নগরের ৫টি কেন্দ্রের ১২টি বুথে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। প্রাথমিকভাবে নগরের ৭টি স্কুলের ১২ থেকে ১৭ বছর বয়সী ৩০২৯ জন শিক্ষার্থীর তালিকা দিয়ে এ কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই কর্মসূচির আওতায় আনার কথা জানিয়েছেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম জিয়াউল হায়দার হেনরি।

যদিও এর আগে ৫ ডিসেম্বর সাইডার ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষ নিজ উদ্যোগে তাদের ৩০০ শিক্ষার্থীকে করোনা টিকার প্রথম ডোজ দিয়েছেন।

১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা কার্যক্রম আরও আগে শুরু হলেও অগ্রাধিকার ভিত্তিতে শুরুতেই এইচএসসি পরীক্ষার্থীদের টিকা দেওয়া হয়।

যে স্কুলের শিক্ষার্থীরা পাবে করোনার টিকা: পাঁচলাইশের প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল, চট্টগ্রাম গ্রামার স্কুলের (ব্রিটিশ কারিওকুলাম), চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং ইউরোপিয়ান গ্রামার স্কুল।

শিক্ষার্থীদের নিজস্ব স্কুলের পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সঙ্গে এনে টিকা নিতে হবে।

এ প্রসঙ্গে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম জিয়াউল হায়দার হেনরি বলেন, ‘ আগামীকাল থেকে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা প্রদান কার্যক্রম শুরু হচ্ছে। এসকল শিক্ষার্থীরা ফাইজারের প্রথম ডোজ পাবেন।

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের টিকার আওতায় আনতে আমাদের কেন্দ্র বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আগামীতে শান সাইন গ্রামার স্কুলকেও টিকা কেন্দ্র হিসেবে রাখার কথাবার্তা চলছে। শুরুর দিকে তিনটা কেন্দ্র থাকলেও ধীরে ধীরে তা বেড়েছে। পর্যায়ক্রমে সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টিকার আওতায় আসবে।’

শুরুর দিকে নগরের ৭টি স্কুলের ৩ হাজার ২৯ জনকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

যেহেতু ফাইজারের টিকা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে দিতে হয় তাই আগের নির্ধারিত ৫টি কেন্দ্রেই তাদের টিকা দেওয়া হবে।’