সিইউএসডির ২৩তম কমিটির নেতৃত্বে নির্বাচিত নাজমুল হাসান ও ফারহানা যুঁথী

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেট (সিইউএসডি) এর নতুন কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি দর্শন বিভাগের ১৭-১৮ সেশনের নাজমুল হাসান তুষার এবং সাধারণ সম্পাদক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ১৮-১৯ সেশনের ফারহানা যুঁথী নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৫ জানুয়ারি) নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে সিইউএসডির ২২তম কার্যনির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা শেষে ২৩ তম কমিটি ঘোষণা করা হয়।

এবারের সিইউএসডির ২২তম কার্যনির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জর্জ কোর্টের আইনজীবী ও বিএসডির চেয়ারম্যান সাইফুল আবেদীন এবং চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী ও সিইউএসডির সাবেক সভাপতি মোঃ মোজাম্মেল আলী চৌধুরী জামশেদ।

আগের কমিটির সভাপতি ছিলেন পিয়াস আহমেদ এবং সাধারণ সম্পাদক ছিলেন সজিব দাস।

এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন সিইউএসডির সাবেক সহ-সভাপতি দিপ্ত নন্দী, সাবেক যুগ্ন-সম্পাদক আহসানুল হক তুহিন এবং সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান সহ চট্টগ্রামের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠনের সভাপতি ও বিতার্কিকগণ।

যুক্তিবোধের উন্মোচনে সহযোগ সম্মিলন’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশের একটি অন্যতম বিতর্ক সংগঠন হিসেবে চিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেইট (সিইউএসডি) বিতর্ক বিষয়ক কার্যাবলী পরিচালনা করে যাচ্ছে। ২০২২ সালে সংগঠনটি চৌদ্দ বছরে পদার্পণ করতে যাচ্ছে বলেও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।