নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১ হাজার ১৬৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে ।
নমুনা বিবেচনায় শনাক্তের হার ৩১ দশমিক ৯৭ শতাংশ। এসময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪ জন।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত তথ্যে এসব খবর জানা গেছে।
তথ্য মতে, বৃহস্পতিবার চট্টগ্রামের সরকারি বেসরকারি ১৪টি ল্যাবে সর্বমোট ৩ হাজার ৬৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ১ হাজার ১৬৭ জনের ফলাফল পজিটিভ আসে। এদের ৮৮৭ জন নগরের আর ২৮০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
উপজেলার মধ্যে এদিনও সর্বোচ্চ শনাক্ত হয়েছে হাটহাজারীতে ৫৩ জন। এই নিয়ে টানা তিনদিন শনাক্তের শীর্ষ তালিকায় উপজেলাটি।
এছাড়া লোহাগাড়ায় ১০, সাতকানিয়ায় ৫, বাঁশখালীতে ১০, আনোয়ারায় ২৪, চন্দনাইশে ১২, পটিয়ায় ১৮, বোয়ালখালীতে ১৬, কর্ণফুলীতে ১, রাঙ্গুনিয়ায় ২৪, রাউজানে ৪০, ফটিকছড়িতে ৩২, মিরসরাইয়ে ১৬, সীতাকুণ্ডে ১১ ও সন্দ্বীপ উপজেলায় ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে।
গেল চার দিনে করোনায় আক্রান্ত হয়ে ১১ জন মারা গেছেন । এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ১৭ হাজার ২০০ জনে এসে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৮৫ হাজার ৫২৪ জন নগরের বাসিন্দা। বাকি ৩১ হাজার ৬৭৬ জন বিভিন্ন উপজেলার। আর মৃত্যু রোগীর সংখ্যা ১ হাজার ৩৫৪ জনে ঠাঁই নিয়েছে।
চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৩ এপ্রিল। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।