ডেস্ক রিপোর্ট :
চট্টগ্রামের সকল স্কুল কলেজ শিক্ষার্থীদের দ্বিতীয় ডোজের টিকাদান শুরু হয়েছে।
সোমবার (৩১ জানুয়ারি) থেকে এ সব শিক্ষার্থীদের দ্বিতীয় ডোজের টিকাদান শুরু হয়েছে।
এ সময় বাদ পড়া কিছু সংখ্যক শিক্ষার্থীকে প্রথম ডোজও দেওয়া হবে এর একটি কেন্দ্রে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মহানগরের চারটি কেন্দ্রে আজ থেকে ১২-১৮ বছরের শিক্ষার্থীদের ২য় ডোজ টিকা দেওয়া হবে। এগুলো হল চট্টগ্রাম গ্রামার স্কুলের সার্সন রোড ক্যাম্পাস ও চট্টেশ্বরী রোডের ক্যাম্পাস, নাসিরাবাদ হাউজিংয়ের সান সাইন গ্রামার স্কুল অ্যান্ড কলেজ এবং কাতালগঞ্জের লিটল জুয়েলস গ্রামার স্কুল।
প্রসঙ্গত: করোনার টিকাদান নিয়মিতই চলছে। করোনার প্রকোপ বাড়ায় শিক্ষার্থীদের আনা হয়েছে টিকার আওতায়। চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান গত ১৬ নভেম্বর থেকে হয় শুরু হয়। পরে ৯ ডিসেম্বর থেকে ১২-১৮ বছরের শিক্ষার্থীদের করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়।