

নিজস্ব প্রতিবেদক:
প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যে ছেলেকে কোরআন পড়তে দেখেন সে ছেলে বাসার ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করবে ভাবতেই পারছেন না হাফেজ মোহাম্মদ নাজিম উদ্দিন (২০) এর বাবা মা।
যিনি কিনা টানা ৭ বছর রমজানে তারাবির নামাজ পড়িয়েছেন চট্টগ্রাম নগরীর বিভিন্ন মসজিদে মসজিদে।
নিহত নাজিমের বাবা আশরাফ আলি বলেন, নাজিম ৭ বছর অনেক জায়গায় তারারির নামাজ পড়িয়েছে। কিন্তু গত দেড় বছর ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে সে। তাকে অনেক ডাক্তার দেখিয়েছি। রোজা না রাখায় সকালে উঠে তাকে বাথরুমে গিয়ে হাতমুখ ধুয়ে এসে কিছু খেতে বলেছিলাম। এর কিছুক্ষণ পর শুনি সে ছাদ থেকে লাফ দিয়েছে। কেন এমন করলো বুঝে উঠতে পারছি না।
বুধবার (৬ এপ্রিল) সকাল ৯টায় নগরীর পাঁচলাইশ থানার মোমেনা মেনশনের ৫ম তলা থেকে নিচে লাফ দিলে মৃত্যু হয় হাফেজ নাজিমের। তিনি চট্টগ্রামের বাঁশখালীর ৪ নম্বর ওয়ার্ডের মো. আশরাফ আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদিকুর রহমান বলেন, পাঁচলাইশ থানার মোমেনা মেনশন ৫ম তলা থেকে নাজিম উদ্দিন নামের এক ব্যক্তি নিচে লাফ দিয়ে আত্মহত্যা চেষ্টা করলে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
















