![](https://chattalatv.com/wp-content/uploads/2021/10/PicsArt_10-24-01.28.37.jpg)
![](https://chattalatv.com/wp-content/uploads/2021/10/PicsArt_10-24-01.28.37.jpg)
পটিয়া প্রতিনিধি :
চট্টগ্রামের পটিয়ার মায়ের সঙ্গে অভিমান করে এক তরুণী আত্মহত্যা করেছেন। তার নাম সারজিনা আকতার।
বুধবার (৬ এপ্রিল) রাত ৩টার দিকে শোভনদন্ডী ইউনিয়নের কুরেংগিরী গ্রামে এ ঘটনা ঘটে।
সারজিনা আকতার ওই এলাকার মো. আলীর মেয়ে বলে জানা গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বলা হয়েছে, সারজিনাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।