দুই যাত্রীর ব্যাগ থেকে বিদেশি সিগারেট, প্রসাধনী ও ওষুধ আটক বিমানবন্দরে

নিজস্ব প্রতিবেদক :

শারজাহ ফেরত দুই যাত্রীর ব্যাগ তল্লাশি করে আমদানি নিষিদ্ধ ১৩৭ কার্টন বিদেশি সিগারেট, প্রসাধনী সামগ্রী ও ওষুধ আটক করেছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের এয়ারপোর্ট ও এয়ারফ্রেইট ইউনিট।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৫২ নামের একটি ফ্লাইট শারজাহ থেকে আসলে আসলে তল্লাশি চালিয়ে এসব আমদানি নিষিদ্ধ করা হয়।

চট্টগ্রাম হাউসের ডেপুটি কমিশনার সালাউদ্দিন রিজভী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সকালে শারজাহ থেকে আসা দুই যাত্রীর ব্যাগ তল্লাশি করে আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট, প্রসাধনী সামগ্রী ও ওষুধ আটক করেছে বিমানবন্দরের এয়ারপোর্ট ও এয়ারফ্রেইট ইউনিট। এ ঘটনায় শুল্ক আইন ১৯৬৯ এবং প্রচলিত আইন মোতাবেক জব্দ করা সিগারেট ও ড্রাই টোবাকো রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।

শাহ আমানত বিমানবন্দর সূত্রে জানা গেছে, বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৫২ নামের একটি ফ্লাইট শারজাহ থেকে আসে। এসময় নিয়ম অনুযায়ী যাত্রীদের লাগেজ স্ক্যানিং করার সময় দুই যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৭৭ কার্টন ডানহিল, ২০ কার্টন ইজি ও ৪০ কার্টন মন্ড সিগারেট আটক করা হয়। অন্য যাত্রীর ব্যাগ তল্লাশি করে আমদানি নিষিদ্ধ ৩৮ পিস প্রকোমিল স্প্রে, ৮৩ পিস এভোকুইন ক্রিম, ১৬৭ পিস রোয়েটিনেক্স ট্যাবলেট জব্দ করা হয়।