

নিজস্ব প্রতিবেদক :
সালিশী বিচার করতে গিয়ে ব্যক্তিগত ফেসবুক পেইজে অভিযুক্তদের যেসব ভিডিও আপলোড করেছেন এবার সেগুলো মুছে দেয়ার ঘোষণা দিলেন তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী।
শুক্রবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে তিনি ব্যক্তিগত ফেসবুক পেজে এই ঘোষণা দিয়েছেন।
তিনি ফেসবুক পেইজের মাধ্যমে দাবি করেছেন, সালিশে অভিযুক্তদের অধিকাংশই সুপথে ফিরে এসেছেন। তাই ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মুছে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি’র বড় ছেলে।
ফারাজ করিম চৌধুরীর সেই পোস্টটি হুবহু তুলে ধরা হলো: ‘আজ আমার ভিডিওগুলো ডিলিট করে দিতে যাচ্ছি….খুব গুরুত্ব সহকারে আমার এই লেখাটি পড়বেন। একদিন দুপুরবেলা হঠাৎ আমার কাছে খবর আসে, একটি ছেলে তার মাকে অত্যাচার করছে৷ বিষয়টি আমি জানার পর তাদের কাছে যেতে চাইলে অনেকেই আমাকে যেতে নিষেধ করেছিল। কারণ তাদের কাছে বিষয়টি খুবই সাধারণ মনে হয়েছিল। তবে আমার কাছে বিষয়টি ছিল অনেক গুরুত্বপূর্ণ। সেখানে গিয়ে যখন একটি উদাহরণ সৃষ্টি করার চেষ্টা করি, তখন বুঝতে পারিনি যে বাংলাদেশের মানুষ তা এতটা ব্যাপকভাবে গ্রহণ করবে ৷মানুষের সময় যত বেশি অতিবাহিত হয়, সে তত বেশি পরিপক্কতা লাভ করে৷ অতীতের ভুলগুলো বুঝতে পেরে অনুশোচনা করে। স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামীন যেখানে শেষ দিন পর্যন্ত মানুষকে ক্ষমা করার জন্য সুযোগ দিয়ে থাকেন, সেখানে একজন মানুষ হিসেবে অন্য মানুষের দোষত্রুটি একটি সময়ের পর ভুলে যাওয়াই ভালো।
তাছাড়া যেখানে আমি নিজেই একজন মানুষ হিসেবে প্রতিনিয়ত হাজারো ভুল করি সেখানে আরেকটি মানুষের ভুলের ভিডিও সবসময়ের জন্য রেখে দেওয়া আমার কাছে মানানসই নয়। যদিও বহু মানুষ আমাকে নিষেধ করেছে, আমার পথচলার এই অংশকে মুছে না ফেলার জন্য, তবে আমি যাদের বাড়িতে গিয়েছিলাম তাদের অধিকাংশই ভালো পথে ফিরে এসেছে। তাই আজ আমার সেই সকল ভিডিও মুছে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করলাম।
পবিত্র রমজান মাসের আজকের এই দিনে আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, যাদের বাড়িতে গিয়ে উচ্চকণ্ঠে কথা বলেছি তাদের সকলের কাছে ক্ষমা চেয়ে আমার বাড়িতে একদিন ইফতার করার আমন্ত্রণ রইলো। আমি সময় ও স্থান তাদেরকে ব্যক্তিগতভাবে জানিয়ে দিবো।আপনাদের সকলকে আমার সালাম ও ভালবাসা জানিয়ে আরেকটি কথা বলতে চাই, আমার এই ফেসবুক পেইজটির যাত্রা শুরু হয়েছিল আমার কয়েকজন শুভাকাঙ্খির মাধ্যমে। সেই থেকে এই পেইজটিকে আমার একমাত্র পেইজ হিসেবে গ্রহণ করেছি।
বাকি যারা আমার নামে বিভিন্ন ফেসবুক পেইজ ও গ্রুপ খুলেছেন, তারা নিশ্চয়ই আমাকে ভালবেসে খুলেছেন, তাদেরকেও সম্মান জানাই। তবে সেগুলোর নিয়ন্ত্রণ আমার কাছে নেই ৷
পরিশেষে আপনাদের সকলের কাছ থেকে দোয়া চাই। আমার কোন ভুলত্রুটি থাকলে ক্ষমা চাই৷ পবিত্র রমজান মাস যেন আপনাদের ভালো কাটে এই প্রত্যাশা করি।