সিএনজি গাড়ির “আমার গাড়ি নিরাপদ” অ্যাপ দিয়ে ২লক্ষ ৩৬হাজার টাকা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

“আমার গাড়ি নিরাপদ ” অ্যাপের ডাটাবেজের মাধ্যমে সিএনজি চালিত অটোরিকশা থেকে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক ( কলেজ) মোশারফ হোসেন এর বেতনের ২,৩৬,০০০/ টাকা উদ্ধার করেছে বায়োজিদ থানা পুলিশ।

এসময় গুরুত্বপূর্ণ ৪ টি দাপ্তরিক ফাইল, ব্যাংকের একটি চেক বই এবং সীলমোহরসহ আনুষ্ঠানিক দলিল উদ্ধার করা হয়।

সোমবার (১৮ এপ্রিল) দুপুরে ২ টার সময় ১৭ টি সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনাপূর্বক সিএনজি টিকে সনাক্ত করে এসব টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র উদ্ধার করা হয়।

বায়োজিদ জোনের উপকমিশনার মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বালুছড়া এলাকায় রাস্তার পাশে জামান হোটেলের সামনে টাকা, ফাইল ও চেকবই সিএনজিতে রেখে কিছু কেনার জন্য নামলে উক্ত সিএনজি ব্যাগ নিয়ে দ্রুত চলে যায়। বিষয়টি থানায় অবগত করলে পুলিশ গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে এলাকায় বিট পুলিশিং এর মাধ্যমে স্থাপিত ১৭ টি সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে সিএনজি টিকে সনাক্ত করা হয়। পরবর্তীতে সিএমপির নতুন তৈরি “আমার গাড়ি নিরাপদ ” অ্যাপের ডাটাবেজ এর মাধ্যমে সিএনজির মালিক এবং ড্রাইভারকে সনাক্ত করে সরকারি কর্মকর্তার ফেলে যাওয়া শিক্ষা বোর্ডের মূল্যবান নথি, দাপ্তরিক ৪ টি ফাইল, ব্যাংকের চেক বই, সরকারি কর্মকর্তার নামাঙ্কিত দাপ্তরিক সীলমোহর এবং নগদ ২ লক্ষ ৩৬ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক ( কলেজ) মোশারফ হোসেন বলেন, আমি পুলিশের দক্ষতায় অত্যন্ত খুশি। ২,৩৬,০০০/- টাকাসহ গতকাল রবিবার (১৭ এপ্রিল) গুরুত্বপূর্ণ ৪ টি দাপ্তরিক ফাইল, ব্যাংকের একটি চেক বই এবং সীলমোহরসহ চট্টগ্রাম কলেজ গেইট থেকে একটি মেট্রো সিএনজি ভাড়া করি। পরে বালুছড়া এলাকায় রাস্তার পাশে জামান হোটেলের সামনে টাকা, ফাইল ও চেকবই সিএনজিতে রেখে কিছু কেনার জন্য নামলে উক্ত সিএনজিটি আমার সবকিছু সহ ব্যাগ নিয়ে দ্রুত চলে যায়। অভিযোগ করলে পুলিশ উদ্ধার করে দিয়েছে।