রাউজান প্রতিনিধি :
চট্টগ্রামের রাউজানে রাস্তা পার হওয়ার পথে প্রাইভেট কারের ধাক্কায় তিশা আকতার (৬) নামে এক মেয়ে শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।
সোমবার (১৮ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজান পাহাড়তলী কাতালপুরী মাজার গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তিশা আকতার খানপাড়াস্থ কাতালপুরী মাজার গেইট সংলগ্ন টমটম চালক নুর উদ্দিন ও জোসনা আকতারের মেয়ে। ওই প্রাইভেট কারটি চট্টগ্রাম জেনারেল হাসপাতালের চিকিৎসক ওসেনোর।
নিহতের মামা মো. জাহেদ জানান, তিশা রাউজান তাপ বিদ্যুৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী। তিশা আকতার খানপাড়াস্থ কাতালপুরী মাজার গেট সংলগ্ন টমটম চালক নুর উদ্দিন ও জোসনা আকতারের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সন্ধ্যা ৭টার কিছু আগে তিশা রাস্তা পার হয়ে বাড়ি ফিরছিল। এসময় রাঙ্গুনিয়ার দিক থেকে আসা শহরগামী মহিলা চিকিৎসকের প্রাইভেট তাকে ধাক্কা দেয়।
রাউজান থানার এস.আই মো. আরিফ জানান, সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে শিক্ষার্থী তিশা রাস্তা পার হয়ে বাড়ি ফিরছিল। এসময় রাঙ্গুনিয়ার দিক থেকে আসা শহরগামী চট্টগ্রাম জেনারেল হাসপাতালের চিকিৎসক ডাক্তার ওসেনোকে বহনকারী প্রাইভেট কার কাতালপুরী মাজার গেইট সংলগ্ন এলাকায় তিশাকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নোয়াপাড়া পথেরহাটের কসমিক হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাইভেট কারটি পুলিশ আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।