রাঙ্গামাটি প্রতিনিধি :
রাঙামাটির নানিয়ারচর জোনের খাইয়াছড়া প্রাক্তন পুলিশ ক্যাম্প এলাকা থেকে ইয়াবাসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার (১৯ এপ্রিল) নানিয়ারচর জোনের খাইয়াছড়া প্রাক্তন পুলিশ ক্যাম্প এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিন মাদক কারবারি হলো- রাঙামাটির নানিয়ারচর উপজেলার হাসপাতাল গ্রামের সুমন (৩২), একই উপজেলার কাউন্সিল পাড়া গ্রামের জতন খীসা (২৬) ও চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জাফরাবাদ গ্রামের মো. আব্দুর রহিম (৩৮)।
জানা গেছে, নানিয়ারচর জোনের খাইয়াছড়া প্রাক্তন পুলিশ ক্যাম্প এলাকায় দুই মাদক কারবারি ইয়াবা বিক্রি করতে আসে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে নানিয়ারচর সেনা জোনের একটি বিশেষ টহল দল ওই স্থানে অবস্থান নেয়।
পরে ঘটনাস্থল থেকে দুই মাদক কারবারিকে ৪৩০টি ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে।